কম্পিউটারে আমার প্রায় সবাই কম বেশি মুভি দেখি। তো ইংলিশ মুভি দেখার
সময় যদি মুভির সাবটাইটেল না থাকে তাহলে মুভির আসল মজাই পাওয়া যায় না।
আসুন তাহলে দেখে নেই কিভাবে যেকোনো মুভিতে সাবটাইটেল যোগ করতে হয়। প্রথমেই
এখান থেকে Sublight সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন।
১) কোন ছবির সাবটাইটেল ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।
২) সার্চ করুন।
৩) যেই সাবটাইটেলটি ডাউনলোড করতে চান তা চিহ্নিত করুন।
৪) ডাউনলোড বাটনে ক্লিক করুন তাহলেই আপনার ছবিটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে
সাবটাইটেলটি ডাউনলোড হয়ে যাবে।
● যেভাবে ছবিতে সাবটাইটেল যুক্ত করবেন।
সাবটাইটেলটি কোথায় আছে তা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
১) কোন ছবির সাবটাইটেল ডাউনলোড করতে চান তা সিলেক্ট করুন।
২) সার্চ করুন।
৩) যেই সাবটাইটেলটি ডাউনলোড করতে চান তা চিহ্নিত করুন।
৪) ডাউনলোড বাটনে ক্লিক করুন তাহলেই আপনার ছবিটি যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে
সাবটাইটেলটি ডাউনলোড হয়ে যাবে।
● যেভাবে ছবিতে সাবটাইটেল যুক্ত করবেন।
সাবটাইটেলটি কোথায় আছে তা সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করুন।
0 comments:
Post a Comment
If You Have Any Comments or Suggestions Please Feel Free to Let Us Know.
Thanks "Admin BFSU "